Self-development

ভবিষ্যতের সবচেয়ে বড় ইন্টারনেট মিরাকল হবে নাকি "WEB 3.0"!

 




  • Web 1.0:

ইন্টারনেটের প্রথম ধাপ এইটা। তখনকার সময় প্রযুক্তি তেমন উন্নত ছিল না। তখন ইন্টারনেটে শুধুমাত্র কন্টেন্ট বা লেখাগুলো পড়া যেতো. কোন মন্তব্য উপস্থাপনের সুবিধাও ছিলো না. এমনকি ছবি, ভিডিও না। এটা ছিলো ১৯৯০ থেকে ২০০০ সালের সময়কাল।

  • Web 2.0:

এরপর আসে ওয়েব ২.০ .. এখন আমরা যেটা ব্যবহার করছি। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মেসেজ আদান-প্রদান করা, ছবি-ভিডিও দেখা. কনটেন্ট দেখা/পড়ার পাশাপাশি মন্তব্য উপস্থাপন করা ইত্যাদি ইত্যাদি। এর সবগুলা পরিষেবার পিছনেই একেকটা কোম্পানির হাত আছে (যেমন: গুগল, ফেসবুক, টুইটার) .. এখানে মূলত আমরা নিজেরাই পণ্য! মূলত তারা আমাদের পারমিশন ছাড়াই, আমাদের ডাটা গুলো বিক্রি করে দিচ্ছে। —এ ব্যাপারে আর বেশি কিছু বলার প্রয়োজন দেখছি না।

  • Web 3.0:

ফাইনালি ওয়েব ৩.০ .. যা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এটা নাকি সম্পূর্ণ ব্লকচেইন টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা পরিচালিত হবে। ব্লকচেইন পদ্ধতিতে আপনার ডাটার মালিকানা শুধু আপনার কাছেই থাকবে, কোনো থার্ড পার্টি কোম্পানির কাছে নয়। এই পদ্ধতি অনেক সিকিউর হওয়ায় ডাটা হ্যাক হওয়ার সম্ভাবনাও খুবই কম। আর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে সার্চ রেজাল্ট হবে খুবই বিচক্ষণ। যোগাযোগের মাধ্যমটাও হবে আরো উন্নত. Vr box/Headset এর মাধ্যমে যেমনটা সরাসরি চোখের সামনে দেখতে পাওয়ার মতো। ইতিমধ্যে মেটা (ফেসবুক), অ্যাপল সহ অন্যান্য এজেন্সি গুলোও এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। -যায় হোক.. এটা নিয়ে এখনো রিসার্চ চলছে. তাই সম্পূর্ণ মতামত দেওয়া যাচ্ছে না।

পরিশেষে সবকিছু বিচার-বিশ্লেষণ করে বলা যায়, Web 3.0 শক্তিশালী ও সুরক্ষিত ইন্টারনেট মাধ্যম হতে যাচ্ছে। যেখানে আপনার রাজ্যে আপনিই রাজা।

  • আর আয়ের পথ নিয়ে বলতে গেলে; যেহেতু আপনার ডাটার মালিক আপনি নিজেই. তো আপনার ডাটা বিক্রি করেও আয় করতে পারবেন। যায় হোক, আগে আসুক… এরপর না হয় বাকি কিছু দেখা যাবে।

Comments