Self-development

কিভাবে আপনি আপনার স্মার্টফোন হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারেন?

 

 

স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে গিয়েছে। ব্যবহার বেড়ে যাওয়ায় হ্যাকারদের কাছেও মোবাইল লোভনীয় টার্গেট। তাই নিজের সুরক্ষায় যেসকল পদক্ষেপ আপনি নিতে পারেন :

১. মোবাইল থেকে অপ্রয়োজনীয় এপস এবং একাউন্ট রিমুভ করুন। মনে করুন, zoom এপসের কোন দুর্বলতা পাওয়া গেল এবং সেটা ব্যবহার করে হ্যাক করা বা তথ্য চুরি করা যাচ্ছে। আপনি আগে থেকেই অপ্রয়োজনীয় এপস এবং একাউন্ট মুছে ফেলায় অনেকটা নিরাপদ থাকবেন।

২. আপনার তথ্যের backup রাখার চেষ্টা করুন অন্য কোথাও। এতে করে - যদি কখনো আপনার মোবাইল চুরি হয় তাহলে গুগল একাউন্ট বা মোবাইলের একাউন্টের সাহায্যে, চুরি যাওয়া মোবাইলের ডাটা মুছে দেয়া যাবে। আবার ম্যালওয়ার আক্রমণের শিকার হলে ডাটা পুনরুদ্ধার নিয়ে দুশ্চিন্তা করা লাগবে কম।

৩. অপরিচিত লিংকে ক্লিক করা যাবে না। অপরিচিত কোন সাইট থেকে এপস নামানো যাবে না। জনপ্রিয় সাইট ব্যতীত অন্য কোথাও থেকে কিছু ডাউনলোড না করাটাই ভাল। ভুয়া এপস বা সাইটের মাধ্যমে প্রচুর হ্যাকিং এর ঘটনা ঘটছে সাম্প্রতিক সময়ে!

৪. এপসে ব্যবহৃত একাউন্ট গুলোতে শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশনের ব্যবস্থা থাকলে সেটাও সচল রাখতে হবে। এছাড়াও এপস চালু করতে "পাসওয়ার্ড প্রটেকশন" দেয়ার ব্যবস্থা থাকলে সেটাকেও সচল করুন। এতে করে physically কেউ আপনার মোবাইল ধরলেও, কম তথ্য সংগ্রহ করতে পারবে।

৫. মোবাইল ডিভাইস এবং এপস - উভয়কেই নিয়মিত আপডেট রাখার চেষ্টা করুন। কেননা পুরাতন এপস বা মোবাইল সিস্টেম হ্যাক করা সহজ হয় কখনো কখনো।


Comments