Self-development

আমি কীভাবে বুঝব যে আমার জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে?

 




আদতে গুগল তার প্রোডাক্ট এবং সার্ভিসকে নিরাপদ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। তাই গুগল একাউন্ট বা জিমেইল হ্যাকিং এর শিকার হলে সেটাকে দ্রুত খুঁজে বের করা যেতে পারে। হ্যাকিং এর ঘটনা শনাক্তে সহায়ক হবে এমন কিছু তথ্য শেয়ার করছি :

১.

সাধারণত নতুন কোন ডিভাইস বা নেটওয়ার্ক থেকে জিমেইলের লগইন করা হলে গুগল আপনাকে ইমেইলের মাধ্যমে সেটা জানিয়ে দেয়। গুগলের কার্যকরী fast response হিসেবে প্রথমেই এটা দেখা যায়। তাই অপরিচিত এক্সেস দেখে হ্যাকিং এর ঘটনা শনাক্ত করতে এটা অত্যন্ত সহায়ক।

২.

হ্যাকার কখনো কখনো একাউন্টের এক্সেস নিয়ে, সেই জিমেইল ব্যবহার করে ইমেইল সেন্ড করতে পারে। তাই আপনার sent মেইল চেক করে দেখুন। হ্যাকার অপকর্মের পর আবার ইমেইল ডিলিট ও করে দিতে পারে। তাই trash এ গিয়েও চেক করে দেখুন কোন অজানা ইমেইল আদান-প্রদানের তথ্য আছে কিনা।

৩.

কোথায় কোথায় আপনার একাউন্ট লগইন আছে সেটা দেখেও হ্যাকিং এর ঘটনা শনাক্ত করা যেতে পারে। এই তথ্যটি সহজেই খুঁজে বের করতে পারবেন আপনার জিমেইলের একদম নিচে, ডানদিকের Details লেখাতে ক্লিক করে।

৪.

একটি গুগল একাউন্টকে বিভিন্ন এপসের সাথে যুক্ত করা সম্ভব। এভাবে করে লগইন করা বা এপসের প্রয়োজনীয় কাজ করা হয়। অনেক সময় সরাসরি গুগল একাউন্ট হ্যাক হয় না। হ্যাক হয় এসকল এপস। এই এপসের মাধ্যমে তথ্য চুরি, গুগল একাউন্ট নিয়ন্ত্রণের চেষ্টা করা যেতে পারে। তাই হ্যাকিং বুঝতে আপনার একাউন্টের সাথে যুক্ত থাকা এপস গুলোকে যাচাই করুন। অপরিচিত এবং অপ্রয়োজনীয় উভয় রকমের এপসের থেকে একাউন্টকে ডিসকানেক্ট করুন।

উল্লেখ্য, অনেক সময় হ্যাকার গুগল একাউন্ট হ্যাক করতে পারে আগে। এরপর কোন তথ্য পরিবর্তন না করে, একাউন্টে যুক্ত থাকা এপসের এক্সেস নিতে পারে। এটা বুঝে ওঠা কষ্টকর। তাই এই দিকটি নিয়েও সতর্ক পর্যবেক্ষণ করতে হবে।

৫.

হ্যাকিং ডিটেকশন এড়াতে হ্যাকার অনেক সময় জিমেইল একাউন্টের সাথে filter যুক্ত বা পরিবর্তন করে দিতে পারে। এতে করে আদান-প্রদান করা ইমেইল এর তথ্য লুকিয়ে রাখা যায়। তাই আপনার জিমেইল সেটিংস থেকে চেক করে দেখুন এমন কোন filter যুক্ত করা আছে কিনা বা সেই ফিল্টার কোন ধরণের তথ্য নিয়ে কাজ করছে।

৬.

হ্যাকার অনেক সময় আপনার ডিভাইসে ম্যালওয়ার আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে একটি ভাল এন্টিভাইরাস দিয়ে ডিভাইসকে স্ক্যান করুন। মোবাইলের জন্য খুব ভাল একটি ফ্রি এন্টিভাইরাস : Dr.Web Security Space - Apps on Google Play

Comments